বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিতই নাটকে দেখা মেলে তার। তবে ঈদে দেশের প্রায় প্রতিটি চ্যানেলে প্রচার হয় তার নাটক-টেলিফিল্ম, অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় বাংলাভিশনে আজ দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হয়েছে টেলিফিল্ম ‘পুতুলের সংসার’। আহমেদ তাওকীরের রচনা এবং রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে তিশার বিপরীতে দেখা যাবে খায়রুল বাশারকে।
টেলিফিল্মটির গল্পে দেখা যায়, পুতুল শহরের মাঝবয়সী এক কলগার্ল! প্রতিরাতে সে কড়া মেকআপে নিজের বয়স ঢেকে রাস্তায় দাঁড়ায় খদ্দেরের আশায়। তবে কেউ তার দিকে ফিরেও তাকায় না। কোনো খদ্দের তাকে না নিলেও সে প্রতিরাতেই দাঁড়ায় কাজের আশায়! বলা যায়, এটা তার নেশার মতো।
অন্যদিকে তখন এই শহরে ট্রেন থেকে নামে জয়ী নামের এক মেয়ে! যে কি-না অবিকল পুতুলের মতো দেখতে। কে এই জয়ী? শহরের রাস্তায় রাস্তায় কাকে খোঁজে জয়ী? জয়ী শহরে নতুন এসে পড়ে যায় নানা বিপদে! তবু পুরুষের কামুক চোখ, হিংস্র থাবা থেকে বাঁচায় নিজেকে!
স্ত্রীকে নিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখলেন প্রতিমন্ত্রী পলকস্ত্রীকে নিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখলেন প্রতিমন্ত্রী পলক
এদিকে পুতুল প্রতিরাতের অভ্যাস মতো রাস্তায় দাঁড়ায়! এক রাতে সে জোর করে খদ্দের ধরতে চায় ঘরে কোনো খাবার না থাকায়! কেউ একজন এমনি তাকে টাকা দিতে চায়! কিন্তু পুতুল নেয় না! শরীর বেঁচলেও তার আত্মসন্মান বোধ প্রবল। গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে!
আশ্চর্য সুন্দর দিন ছিল পুতুল আর তার স্বামী হাবীবের! তখন ঘরভর্তি খাবার ছিল। দারুণ এক গল্প ছিল তাদের সংসারে। তবে দিনে দিনে সেই সুখের সংসারের গল্পে প্রবেশ করে দুঃখ নামক শব্দ। মদ-জুয়ার নেশায় উন্মত্ত হয়ে হাবীব পুতুলকে বিক্রি করে দালালের হাতে! নিখোঁজ হয় পুতুলের স্বামী হাবীব! তারপর পুতুলের প্রতিরাতে সংসার হয় এক এক পুরুষের সাথে। পুতুল সব ভুলে মেতে ওঠে যেন রঙ্গে ভরা এক জীবনে! খদ্দেরের ভিড় লেগে থাকে তার পাশে। পুতুল হয়ে ওঠে রসিক এক মেয়ে। এ জীবন নিয়ে তার কোনো ক্লান্তি নেই। সে এই কাজ করলেও দুঃখ ভুলে বেশ রঙিন করে তোলে তার জীবন। এমন জীবনে তাকে ভালোবেসে সঙ্গী হতে চায় বস্তির ছেলে শফিকুল! কিন্তু পুতুলের কী ভালোবাসার রঙ সাজে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।