মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে অদা শর্মা

অদা শর্মা

বিনোদন ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পর থেকে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন অভিনেত্রী অদা শর্মা। যেখানেই যাচ্ছেন, ঘিরে ধরছেন আলোকচিত্রীরা। কেরিয়ারের এই পর্যায়টি উপভোগ করছেন অদাও।

অদা শর্মা

এর মাঝেই মঙ্গলবার মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা যাচ্ছে, খাবার থেকে অ্যালার্জি ও ডায়েরিয়া হয়েছে অভিনেত্রীর। তবে আপাতত খানিকটা সুস্থ হয়েছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এই মুহূর্তে অদা ব্যস্ত ছিলেন তার আসন্ন সিরিজ়ের প্রস্তুতিতে।

২০১৩ সালে ‘কম্যান্ডো: অ্যা ওয়ান ম্যান আর্মি’ ছবির মাধ্যমে ‘কম্যান্ডো’ ফ্র্যাঞ্চায়েজ়ির যাত্রাশুরু করেন বিদ্যুৎ জামাল। তার পর থেকে অ্যাকশন ঘরানার এই ছবিগুলি দর্শকের মন জিতে নেয়। ‘কম্যান্ডো’ ফিল্ম সিরিজ়ের একটি স্পিন-অফ মুক্তি পেতে চলেছে চলতি মাসেই। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অদাকে।

বাবা ও ছেলে দুজনেরই নায়িকা ছিলেন তারা

সিরিজ়টির প্রযোজনা করছেন প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। ‘দ্য কেরালা স্টোরি’-র সাফল্যের পর ফের এই সিরিজ়ের তৃতীয় ভাগের জন্য বিপুলের পছন্দ অদাকেই। ১১ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে ‘কম্যান্ডো’ ফিল্ম সিরিজ়ের যে ছবিটি মুক্তি পাবে তাতে নায়কের চরিত্রে দেখা যাবে প্রেম পারিজাকে। এই ছবির মাধ্যমেই বলিপাড়ায় আত্মপ্রকাশ করবেন তিনি।