জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের নতুন লেট নাইট ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নির্দেশনা লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েছে। সম্প্রতি তারা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৩০ জিবি ইন্টারনেট ১২৮ টাকায় ব্যবহারের একটি প্যাকেজ চালু করে, যা বিটিআরসির অনুমোদনের ভিত্তিতে করা হলেও আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।
রবিবার বিটিআরসি থেকে এই প্যাকেজের অনুমোদন পাওয়ার পর গ্রামীণফোন তা প্রচার শুরু করে। তবে, বিষয়টি বিটিআরসি পর্যালোচনার পর বুঝতে পারে যে, আদালতের রায় অনুযায়ী গভীর রাতের ইন্টারনেট প্যাকেজ প্রদান নিষিদ্ধ। ফলে সোমবার গ্রামীণফোনকে এই প্যাকেজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়, যা তারা তাৎক্ষণিকভাবে পালন করে।
গ্রামীণফোনের একজন মুখপাত্র এ প্রসঙ্গে টেকশহর ডটকমকে জানান, “গ্রামীণফোন দেশের সকল আইনকানুন এবং বিটিআরসি প্রদত্ত সকল নির্দেশনা মেনে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। বিটিআরসির অনুমোদন নিয়েই অফারটি চালু করা হয়, যা পরবর্তীতে বিটিআরসির নির্দেশনা মেনে বন্ধ করে দেওয়া হয়েছে।”
এ ধরনের লেট নাইট প্যাকেজের অনুমোদন থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে প্যাকেজটি প্রচার করায় গ্রামীণফোনের ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর বিটিআরসি কঠোরভাবে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আদালতের নির্দেশনা মোতাবেক অপারেটরগুলোকে গভীর রাতের ইন্টারনেট প্যাকেজ প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও গ্রামীণফোনের এমন পদক্ষেপ বিটিআরসি ও ভোক্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।