আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ধনকুবের গৌতম আদানির সম্পৃক্ত কোম্পানি থেকে পদত্যাগ করেছেন লর্ড জো জনসন (৫১)। তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের ছোট ভাই। যুক্তরাজ্যভিত্তিক বিনিয়োগ সংস্থা আদানি এন্টারপ্রাইজ ফলো-অন পাবলিক অফারের (এফপিও) সঙ্গে ছিলেন তিনি।
দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, লর্ড জনসন গত বছরের জুনে লন্ডন-ভিত্তিক ইলারা ক্যাপিটাল, পিএলসির ‘নন-এক্সিকিউটিভ ডিরেক্টর’ হিসেবে যোগ দিয়েছিলেন। গত বুধবার পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।
ইলারা ভারতীয় কর্পোরেটদের জন্য তহবিল সংগ্রহের একটি পুঁজিবাজার ব্যবসার ফার্ম হিসেবে পরিচিত। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এক বিবৃতিতে লর্ড জনসন বলেন, ‘আমি যুক্তরাজ্য এবং ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে অবদান রাখার প্রত্যাশা নিয়ে গত জুন মাসে লন্ডনে অবস্থিত বিনিয়োগ সংস্থা ইলারার বোর্ডে যোগ দিই।’
তিনি আরও বলেন, ‘আমি ইলারা থেকে ক্রমাগত আশ্বাস পেয়েছি এটি তার আইনি বাধ্যবাধকতাগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ভালো অবস্থানে রয়েছে। একই সময়ে আমি এখন স্বীকার করি, এটি এমন একটি ভূমিকা যার জন্য আর্থিক নিয়ন্ত্রণের বিশেষ ক্ষেত্রগুলোতে আরও বেশি ডোমেইন দক্ষতা প্রয়োজন’।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ ভারতের শীর্ষ ধনীর বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজি’র অভিযোগ তুলেছে। তাদের দাবি, ভারতীয় পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন আদানি। এই খবরে আদানি গ্রুপের কোম্পানিগুলোর সঙ্গে লন্ডনের ফার্ম দ্বারা পরিচালিত মরিশাসভিত্তিক ফান্ড নিয়ে ইলারার সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি নজরে এসেছে।
যদিও আদানি গ্রুপ বরাবরই সব অভিযোগ অস্বীকার করছে। এসব অভিযোগ ভিত্তিহীন, ভুল তথ্য ছড়ানোরও অভিযোগ করছে তারা। ইলারা ক্যাপিটালের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা রাজ ভাট এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অসাধারন এক্সপ্রেশনের সঙ্গে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী
২০০২ সালে পুঁজিবাজার ট্রেডিং কোম্পানি হিসেবে ইলারা ক্যাপিটাল, পিএলসি প্রতিষ্ঠা করেন রাজ ভাট। গ্লোবাল ডিপোজিটরি রসিদ (জিডিআর), বিদেশি মুদ্রা রূপান্তরযোগ্য বন্ড (এফসিসিবি) এবং লন্ডন স্টক মার্কেটের মাধ্যমে ভারতীয় কর্পোরেটদের জন্য তহবিল সংগ্রহ করে এই কোম্পানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।