আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি ও জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিনিয়োগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর এক মাসে প্রায় ৭৭ বিলিয়ন ডলার সম্পদ খুইয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এতে তিনি ছিটকে পড়েছেন ব্লুমবার্গের শীর্ষ ২৫ ধনীর তালিকা থেকে।
ইন্ডিয়া টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাস আগে ২৪ জানুয়ারি দুই বছরের অনুসন্ধানের পর আদানি গ্রুপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে হিনডেনবার্গ রিসার্চ। তার আগে গৌতম আদানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে বসেছিলেন।
কিন্তু প্রতিবেদন প্রকাশের পরপরই ধস নামে আদানি গোষ্ঠীর শেয়ারদরে। ফলে এশিয়ার এককালের সবচেয়ে ধনী এ ব্যক্তির হাতছাড়া হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ।
এদিকে ২২ ফেব্রুয়ারি মাত্র একদিনেই আদানি গ্রুপের শেয়ারের বাজারমূল্য ৫১ হাজার ২৯৪ কোটি রুপি কমে গেছে। এতে গৌতম আদানি বিশ্বের শীর্ষ ২৫ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, গৌতম আদানি তালিকার ২৯ নম্বরে নেমে গেছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪২ দশমিক ৭ বিলিয়ন ডলার। হিসাব বলছে, হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর এক মাসে প্রায় ৭৭ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন আদানি।
এদিকে চলতি মাসের শুরুর দিকে আদানিকে হটিয়ে এশিয়ার শীর্ষ ধনীর তকমা পান আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তিনি বর্তমানে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে ১২ নম্বরে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ৮১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
শ্রীলঙ্কায় ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে আলোচিত ধনকুবের আদানি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।