আন্তর্জাতিক ডেস্ক : বিলিয়নিয়ার গৌতম আদানির ব্যবসা চাল থেকে সিমেন্ট পর্যন্ত বিস্তৃত। এই শিল্প প্রতিষ্ঠানটি ২০২২ সালে এক ঘোষণার মাধ্যমে জানায়, পশ্চিম ভারতে বিশ্বের বৃহত্তম সৌর শক্তি পার্ক স্থাপনসহ সবুজ শক্তির সক্ষমতা বিকাশের জন্য পরবর্তী দশকে ১০০ বিলিয়ন বিনিয়োগ করবে। এছাড়া এর পাশাপাশি আদানি গ্রুপ আগামী কয়েক বছরের মধ্যে ১০ গিগাওয়াট সক্ষমতার জলবিদ্যুৎকেন্দ্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে।
এসব বিদ্যুৎকেন্দ্র প্রতিবেশী রাষ্ট্রসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশে স্থাপন করা হবে। চারটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই প্রকল্প আদানিকে ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমন লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
প্রকল্পের সঙ্গে জড়িত এক সূত্র বলেছেন, গ্রুপটি নেপাল, ভুটান, কেনিয়া, তানজানিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের মতো দেশে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা ও তথ্য অনুসন্ধান করছে।
গত জুন মাসে গৌতম আদানি ঘোষণা করেন, গ্রুপটি ভুটানের ছুখা প্রদেশে ৫৭০ মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে দেশটির সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
রয়টার্সের চারটি সূত্রের মধ্যে দুটি জানিয়েছে, গ্রুপটি ভুটানের চামকারচুতে ৭০০ মেগাওয়াটের আরেকটি বিদ্যুত প্রকল্প নির্মাণের ব্যাপারেও মূল্যায়ন করছে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হবে।
এ বিষয়ে জানতে নেপাল, ভুটান, কেনিয়া, তানজানিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের কর্তৃপক্ষ রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।