বাংলাদেশকে ৯ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত ৯ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী বছর থেকে প্রতি বছর তিন বিলিয়ন ডলার করে পরবর্তী তিন বছরে এই সহায়তা দেয়া হবে।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান সংস্থার কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

তিনি বলেন, আগামী বছর বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে এডিবির। পরবর্তী তিন বছর প্রতি বছর ৩ বিলিয়ন ডলার করে এ সহযোগিতা দেয়া হবে। এটাই বাংলাদেশকে ঘিরে এডিবির পরিকল্পনা।

এর আগে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাড়াতে নেয়া প্রকল্পে এডিবির দেয়া ঋণের দ্রুত অনুমোদন চান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি অনুমোদন না হলে স্বল্প সুদের ঋণ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হবে।

এ ব্যাপারে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, করোনা ও ডেঙ্গুসহ আরও নানা ধরনের রোগের টিকা তৈরি করতে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। সেখানে এডিবি ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ দেবে। এর মধ্যে অর্ধেক স্বল্প সুদে এবং অর্ধেক বাজার দরের কাছাকাছি সুদ থাকবে। প্রকল্পটি যেন দ্রুত অনুমোদন করিয়ে দেয়া হয় সেজন্য এডিবি অনুরোধ করেছে।

সরকার এ ব্যাপারে আন্তরিক উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান পরিকল্পনামন্ত্রী।