আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ নরওয়েতে সম্প্রতি উচ্চশিক্ষায় বাড়তি টিউশন ফি আরোপ সংক্রান্ত একটি আইন কার্যকর করা হয়েছে। যদিও বাংলাদেশি শিক্ষার্থীরা বলছেন, এতে তাদের পড়াশোনায় খুব একটা প্রভাব পড়ছে না। কারণ, দেশটিতে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ থাকায় তৈরি হচ্ছে বাড়তি আয়ের পথও।
অপরূপ প্রাকৃতিক পরিবেশ আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নরওয়ে। দেশটিতে শিক্ষার মান, নিরাপদ সমাজব্যবস্থা, সমঅধিকার, উন্নত অর্থনীতি আর ভালো বেতনে কর্মসংস্থানের সুযোগ বিশেষভাবে আকৃষ্ট করে শিক্ষার্থীদের। ফলে প্রতিবছরই নরওয়েতে অন্যান্য দেশের পাশাপাশি বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা।
নরওয়েতে টিউশন ফি ছাড়াই এতদিন উচ্চশিক্ষার সুযোগ থাকলেও, সম্প্রতি দেশটির সরকার এটি চালুর নতুন আইন কার্যকর করেছে।
এতে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বেড়ে গেলেও, ভালো বেতনে কর্মসংস্থানের সুযোগ থাকায় তা খুব একটা প্রভাব ফেলছে না বলে জানান বাংলাদেশি শিক্ষার্থীরা। বরং কাজের সুযোগ থাকায় এতে অভিজ্ঞতার পাল্লা প্রতিনিয়ত ভারি হচ্ছে বলে খুশি তারা।
তবে টিউশন ফি চালু হলেও, দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া অভিবাসীরা থাকছেন এর আওতার বাইরে।
দেশটিতে কমপক্ষে তিন বছর পড়াশোনা ও দুই বছর ফুলটাইম চাকরির অভিজ্ঞতা থাকলে, তাকে দিতে হবে না কোনো টিউশন ফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।