আধো আধো কন্ঠে দুর্দান্ত গান গেয়ে ভাইরাল ছোট্ট মেয়ে

ছোট্ট মেয়ে

জুমবাংলা ডেস্ক : পৃথিবী বদলের সাথে সাথেই মানুষের মধ্যেও অনেক পরিবর্তন এসে গেছে। এখনকার শিশুদের চারপাশে সোশ্যাল মিডিয়া, টিভি ও বাড়ির কারণে চারপাশের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। ছোট থেকে জ্ঞান হলেই শিশুদের বিভিন্ন ধরণের জিনিস শেখানো হয়ে থাকে।

ছোট্ট মেয়ে

পড়াশুনার সাথে সাথেই গান, নাচ, আঁকা, আবৃতি আরও কত ধরণের শিক্ষন পদ্ধতিতে তাদের যুক্ত করা হয়। যার ফলে আগের থেকে এখনকার ছোট বাচ্চারা অনেকটাই বেশি জ্ঞান রাখে নিজের মধ্যে। কিন্তু মাত্র ২ বছরের একরত্তি শিশু যদি নিজের গলায় গান শোনায় তাহলে কতটা অবাক হবেন আপনি বলুন তো?

হ্যাঁ ঠিকই ধরেছেন ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল তেমনই অবিশ্বাস্য ঘটনা। যেখানে ক্ষুদে এক কন্যা খাটের উপর বসে আছে। আর তার সামনে ক্যামেরা করছেন নিশ্চয়ই তার মা। পিছন থেকে ক্রমাগত তার মা তাকে গান গাইতে উদ্বুদ্ধ করে চলেছেন। মহিলাটির বলার সাথে সাথেই শিশুটি তেমনভাবেই ঠিক আধো আধো স্বরে গান ধরলো।

একটি জনপ্রিয় বাংলা গান ‘পড়েনা চোখের পলক, কি তোমার রূপের ঝলক’। এমন কোনো মানুষ নেই যিনি এই গান শোনেননি। আর একরত্তি ঠিক সেই ভাবেই এই গান তার অল্প অল্প উচ্চারিত শব্দে গেয়েছে। এই ছোট বয়সেই এমন প্রতিভা দেখে সবাই হতবাক। ২৬ সেকেন্ডের এই ভিডিও দেখলে যেন আপনার সারাদিনের ক্লান্তি নিমেষেই ঝরিয়ে দেবে।

এভাবে পরিচিত হতে চাননি, দুঃখ স্কারলেটের

‘রিয়া ইন্দ্রানী’ নামের সেই মহিলা যিনি সেই একরত্তি মেয়ের মা তিনি নিজেই তার ফেসবুক একাউন্টের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করেছিলেন। এখনও পর্যন্ত 7 লাখের বেশি বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সবাই কার্যত এই শিশুটির প্রশংসা করেছেন। অনেকে বলেছেন এই বয়স থেকেই তাকে যদি গানের জন্য সঠিক তালিম দেওয়া হয় অনেক নাম করবে সে। তা যদিও অদূর ভবিষ্যতে দেখা যাবে তবে এখন আপনি কিন্তু এই সুন্দর ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখে নিয়ে উপভোগ করুন।