অধরার নতুন সিনেমা ‘ঋতুকামিনী’

অধরা খান

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। এরই মধ্যে তার অভিনীত ‘নায়ক’, ‘মাতাল’ সিনেমা দুটি মুক্তি পায়। হাতে রয়েছে কয়েকটি সিনেমার কাজ। সিনেমার কাজের পাশাপাশি তাকে প্রায়ই বিদেশ ভ্রমণে দেখা যায়। দুবাই ভ্রমণ শেষ করেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অধরা।

অধরা খান

বর্তমানে তিনি ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করছেন অধরা খান।

দুবাই থেকে দেশে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অধরা। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘শরীর এখন একটু ভালো। কাজটির গল্প আমার বেশ ভালো লেগেছে। তাই শুটিংয়ে ফিরেছি। এবারই প্রথম সজল ভাইয়ার বিপরীতে অভিনয় করছি। এটা এক দারুণ অভিজ্ঞতা!শুটিং চলবে টানা ৫ জুন পর্যন্ত।’

কানে সেরা পুরস্কার জিতলেন বাঙালি অভিনেত্রী

গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। এরই মধ্যে ফেসবুকে পাওয়া গেছে সেই লুক। সিনেমায় সজল-অধরা ছাড়া আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।