আদিলের সন্তান কার গর্ভে, ফাঁস করলেন রাখি

রাখি ও আদিল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সায়ন্ত ও তার স্বামী আদিল খান দুরানির মধ্যে চলমান মামলার পর এবার উঠে এসেছে নতুন তথ্য। আদিলের সন্তান কার গর্ভে রয়েছে, সেটি জানিয়ে দিয়েছেন রাখি।

রাখি ও আদিল

এর আগে আদিলের বিরুদ্ধে অশ্লিল ভিডিও বিক্রির অভিযোগ করেন রাখি। স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বের অভিযোগ এনে মামলাও করেন। সেই মামলায় আদিল এখন পুলিশ হেফাজতে। এরপরই আদিলের বাবা হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশ করলেন এই অভিনেত্রী।

তিনি জানান, এই সন্তানের মা তিনি নন। আদিলের অন্যতম প্রেমিকা নিবেদিতা চান্দেল ওরফে তনু সন্তানসম্ভবা বলে দাবি তার।

আদিলের ভাইয়ের সঙ্গে তনুর কথোপকথনের রেকর্ডিং প্রকাশ করেন রাখি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই রেকর্ড ভাইরাল হয়েছে।

বাজার কাঁপাতে আসছে স্যামসাংয়ের নতুন দুইটি ফোন

গত সপ্তাহে আদিলের বিরুদ্ধে নিবেদিতা চান্দেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন রাখি। তার সঙ্গে বিয়েল আগে অন্য বৈবাহিক সম্পর্কে ছিলেন আদিল। এমনই অভিযোগ করেন বিগ বস খ্যাত এই তারকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আদিল ইরানের এক নারীর সঙ্গে থাকতেন। শুধু তাই নয়, ওই নারীকে আদিল ধর্ষণ করেছেন বলেও অভিযোগ ওঠে। এরপর ওই নারীর ব্যক্তিগত ছবি ফাঁস করবেন এই মর্মে আদিল ভয় দেখাতে শুরু করেন।