বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা প্রভাসের বহুল প্রতীক্ষির সিনেমা ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ জুন)। প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে।
মুক্তির দিনেই বক্স অফিস থেকে সিনেমাটি ১০০ কোটি রুপি বেশি সংগ্রহ করেছে। শনিবার ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবপোর্টাল স্যাকনিল্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ১২৭ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করেছে। এর মধ্যে দেশের বাইরে সংগ্রহ করেছে ২৫ কোটি রুপি। আর দেশে ১০২ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে ভারতে নেট কালেকশন (সব খরচ বাদে) ৮৬ কোটি ৭৫ লাখ রুপি।
পৌরাণিক ড্রামা ঘরানার সিনেমা ‘আদিপুরুষ’ তৈরি হয়েছে রামায়ণের ওপর নির্ভর করে। এই সিনেমার লেখক ও পরিচালক ওম রাউত।
এতে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন ও লক্ষ্মণের চরিত্রে সানি সিংহ। আর রাবণের চরিত্রে রয়েছেন সাইফ আলি খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।