`আদিপুরুষ` সিনেমায় রাবণকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের অভিযোগ

আদিপুরুষ

বিনোদন ডেস্ক : রাবণের গায়ে চামড়ার জ্যাকেট! এ কেমন রাবণ! আদিপুরুষের টিজার দেখে বিরক্ত অযোধ্যার রামমন্দিরের পুরোহিত। শুধু রাবণ-ই নয় আদিপুরুষের টিজারে রাম, সীতা, হনুমানকে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন রাম মন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাস। আর তাই ‘আদিপুরুষ’-ছবিটিই নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছেন তিনি।

আদিপুরুষ

সত্যেন্দ্র দাসের কথায়, ‘সিনেমা বানানোটা অন্যায় নয়। তবে অকারণ বিতর্ক তৈরি করে লাইমলাইটে আসার কোনও অর্থই হয় না।’ রবিবার মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’-এর টিজার। ১মিনিট ৪৬ সেকেন্ডের টিজারে রামের বেশে দেখা দিয়েছে প্রভাস। আর রাবণের ভূমিকায় ছিলেন সাইফ আলি খান।

উত্তরপ্রদেশের উপ মুখমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপি নেতা ব্রজেশ পাঠক বলেন, ‘হিন্দুদের দেবদেবীদের এভাবে অপমান মেনে নেওয়া হবে না। এটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত। এই আঘাত মেনে নেওয়া যাবে না।’ বুধবার কেশব মৌর্য বলেন, ‘সংশোধন না করে কোনওভাবেই এই ছবি মুক্তি দেওয়া যাবে না। যদি সেটা হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বিজেপির মুখপাত্র মালবিকা অবিনাশ ‘আদিপুরুষ’-এর টিজার প্রসঙ্গে বলেন, ‘আদিপুরুষের রাবণের যে ছবি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটা কোনওভাবেই ভারতীয় নয়। নীল চোখ, গায়ে চামড়ার জ্যাকেট- এ কেমন রাবণ! এখানে আমাদের ইতিহাসকে তুলে ধরা হচ্ছে, এখানে শৈল্পিকতা দেখানোর জায়গা নয়।’

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ‘হিন্দু সমাজকে নিয়ে এমন মজা মেনে নেওয়া হবে না। এই ছবি বিশ্ব হিন্দু পরিষদ, প্রেক্ষাগৃহে দেখাতে দেবে না।’ ‘আদিপুরুষ’-এর পরিচালক ওম রাউতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি তুলেছে সর্ব ব্রাহ্মণ মহাসভা।

অপু ও বুবলীকে নিয়ে অবশেষে মুখ খুললেন পূজা চেরি

এরইমধ্যে ছবির পরিচালককে আইনি চিঠিও পাঠিয়েছে তারা। সর্ব ব্রাহ্মণ মহাসভার দাবি, ‘রামায়ণ আমাদের ইতিহাস, স্পিরিট, এখানে হনুমানকে মুঘলের মতো করে তুলে ধরা হয়েছে। কোন হিন্দু গোঁফ ছাড়া দাড়ি রাখে? ছবির রাবণ সাইফ আলি খানকে তৈমুর ও খিলজির মতো করে তুলে ধরা হয়েছে। এই ছবিতে রামায়ণকে ইসলামিকভাবে তুলে ধরা হয়েছে।’ এদিকে আদিপুরুষ নিয়ে তৈরি হওয়া বিতর্কে এখনও মুখ খোলেননি ছবির পরিচালক ওম রাউত।