আদিত্য-অনন্যার প্রেমের ইঙ্গিত দিলেন রণবীর কাপুর

আদিত্য-অনন্যা

বিনোদন ডেস্ক : আদিত্য রায় কাপুরের সঙ্গে জমিয়ে প্রেম করছেন অনন্যা পাণ্ডে। বেশ কয়েক মাস ধরেই এমন গুঞ্জনে সরগরম বলিউড। সাম্প্রতিক সময়ে আদিত্য ও অনন্যাকে একাধিক পার্টিতে, একাধিক অনুষ্ঠানে দেখা গেছে। এমনকি একসঙ্গে র‍্যাম্পেও হেঁটেছেন আদিত্য। তবে প্রেমের গুঞ্জন থাকলেও সে বিষয়ে মুখ খোলেননি আদিত্য কিংবা অনন্যা। কিন্তু এবার বন্ধু আদিত্যর প্রেমের কথা ফাঁস করে দিলেন রণবীর কাপুর।

আদিত্য-অনন্যা

অনন্যার নাম না উচ্চারণ করলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরের ইঙ্গিত ছিল অভিনেত্রীর দিকেই। রণবীর বলেন, “আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে যার নাম ‘এ’ অক্ষর দিয়ে শুরু।” রণবীরের এই মন্তব্যের পরই সেখানে সকলেই চুপ করে যান। সকলেই বেশ বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন নিয়েই ইঙ্গিত দিয়েছেন।

এর আগে ‘কফি উইথ করণ’-এ করণ জোহর অনন্যাকে প্রশ্ন করেছিলেন তিনি কি ‘লাইগার’-এর সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করছেন কি না! উত্তরে অনন্যা সরাসরি জানান ‘না’। এর পরই করণের প্রশ্ন ছিল আদিত্য রায় কাপুর প্রসঙ্গে। আদিত্য নাম শুনেই বেশ কিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন অনন্যা। পরে বলেন, আদিত্য তার ক্রাশ। যদিও সম্প্রতি অনন্যার মা ভাবনা পাণ্ডে এক সাক্ষাৎকারে দাবি করেছেন, অনন্যা এখনো সিঙ্গেল।

এ বিষয়ে এখনো মুখ খোলেননি অনন্যা কিংবা আদিত্য রয় কাপুর। মুখ না খুললেও তাদের ঘিরে গুঞ্জন থেমে নেই। তবে গুঞ্জনকে পরোয়া না করে নিয়মিত একসঙ্গে সব জায়গায় হাজির হচ্ছেন এই জুটি।

নারীদের কাছে কখন পুরুষের আকর্ষণ সবচেয়ে কম

আদিত্যকে সর্বশেষ দেখা গেছে ‘গুমরাহ’ চলচ্চিত্রে। এতে আরো অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, রনিত রায়। এরপর অভিনেতাকে দেখা যাবে সারা আলি খানের সঙ্গে ‘মেট্রো ইন দিনো’ চলচ্চিত্রে। অনন্যা পাণ্ডেকে সর্বশেষ বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘লাইগার’ চলচ্চিত্রে দেখা গেছে।