বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পথচলা শুরু করেন আনুশকা শর্মা। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমাটি এই নায়িকার জীবন পাল্টে দিয়েছে। তবে সিনেমাটির কাজ করতে গিয়ে অত্যন্ত গোপনীয়তার অবলম্বন করতে হয়েছে তাকে। এমনকি নিজের পরিবারকেও কাজের বিষয়ে জানাতে নায়িকাকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন পরিচালক আদিত্য চোপড়া।
এ প্রসঙ্গে আনুশকা জানান, সবকিছু গোপন ছিল। কেউ সিনেমাটি সম্পর্কে জানত না। আদিও (আদিত্য চোপড়া) চায়নি, কেউ জানুক আমি সিনেমাটির প্রধান অভিনেত্রী। সে আমাকে বলেছিল, ‘আপনি কাউকে বলতে পারবেন না। এমনকি আপনি আপনার পিতা-মাতাকেও বলতে পারবেন না।’
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি সিরিজ ‘দ্য রোমান্টিকস’। সেখানেই এমন তথ্য জানিয়েছেন আনুশকা শর্মা।
বলিউডে যশ চোপড়া ও যশ রাজ ফিল্মসের অবদান নিয়েই সিরিজটি নির্মিত হয়েছে। যশ রাজ ফিল্মসের কর্ণধার যশ চোপড়ার স্মরণে নির্মিত এই ডকুমেন্টারিতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, আমির খান, সালমান খান, হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, রানী মুখার্জি, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মাসহ বলি পাড়ার মেগাস্টার এবং আইকনরা হাজির হয়েছেন। প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা ও স্মৃতি শেয়ার করেছেন।
‘দ্য রোমান্টিকস’ সিরিজটি পরিচালনা করেছেন অস্কার এবং এমি-মনোনীত চলচ্চিত্র নির্মাতা স্মৃতি মুন্ধরা। ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’ এবং ‘নেভার হ্যাভ আই এভার’ ফ্র্যাঞ্চাইজির অসাধারণ সাফল্যের পর ‘দ্য রোমান্টিকস’ নিয়ে নেটফ্লিক্সে ফিরলেন এই নির্মাতা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।