দেশের সব প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। মাত্র এক বছরে তা ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, আপনারা প্রায়ই শোনেন ল অ্যান্ড অর্ডার কাজ করছে না, পুলিশ কাজ করছে না, করবে কীভাবে স্ট্রাকচার নাই। আইনের স্ট্রকচার শেষ, প্রশাসনেরও স্ট্রাকচার শেষ।
রোববার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের দেশে শিল্প কারখানায় শ্রমিকদের জন্যে স্বাস্থ্যগত কর্ম পরিবেশ আশানুরূপ নয়। এসব শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। আমাদের অফিসগুলোতে একজন চিকিৎসক থাকলেও বেড নেই বললেই চলে। এজন্যে তাদের চিকিৎসার জন্যে জেলা পর্যায়ের সদর হাসপাতালে কয়েকটি বেড বরাদ্দ রাখা হলে তারা উপকৃত হবেন।
তিনি বলেন, শ্রমিকদের চিকিৎসার জন্যে কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ঐ হাসপাতালে শ্রমিকরা সব ধরনের চিকিৎসাসেবা পাবেন।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন সিদ্দিকী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনার উপপরিচালক শেখ আসাদুজ্জামান, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন শ্রমিকের মাঝে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।