দেশজুড়ে সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হচ্ছে। চলবে ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত—অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

এ বছরও আগের মতোই ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত বা মৌখিক পরীক্ষা থাকবে না।
ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভর্তি মাধ্যমিক) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, অনলাইন আবেদনের জন্য টেলিটকের প্রি–পেইড মোবাইল নম্বর থেকে ফি পরিশোধ করতে হবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা গতবারের তুলনায় ১০ টাকা কম।
লটারি ও ভর্তি সময়সূচি
ডিজিটাল লটারি: সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর
- মূল ভর্তি: ১৭–২১ ডিসেম্বর
- প্রথম ওয়েটিং লিস্ট: ২২–২৪ ডিসেম্বর
- দ্বিতীয় ওয়েটিং লিস্ট: ২৭–৩০ ডিসেম্বর
এবারও দুটি অপেক্ষমান তালিকার (ওয়েটিং লিস্ট) ভিত্তিতে আসন পূরণ করা হবে।
একটি আবেদনপত্রে শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করতে পারবেন।
ডাবল শিফটের স্কুল হলে দুই শিফট বেছে নিলে তা দুটি আলাদা পছন্দ হিসেবে গণ্য হবে।
একই বিদ্যালয় বা একই শিফট দ্বিতীয়বার বেছে নেওয়া যাবে না।
সরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ভর্তিযোগ্য সন্তানের জন্য নিজ বিদ্যালয়ে সমসংখ্যক অতিরিক্ত আসন সংরক্ষণ থাকবে। তাঁদের আলাদাভাবে আবেদন করতে হবে না।
বেসরকারি স্কুলে একই নিয়ম
ঢাকা মহানগরসহ বিভাগীয় শহর, জেলা সদর ও উপজেলা সদরের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজেও একই তারিখে অনলাইন আবেদন হবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী বা ম্যানেজিং কমিটির সদস্যদের জন্য কোনো বিশেষ কোটা থাকবে না।সাধারণ নিয়মে আবেদন করতে হবে।
প্রথম শ্রেণির বয়সসীমা
সাইপ্রাসের নাগরিকত্ব নিলেন শেখ হাসিনার উপদেষ্টার স্ত্রী, আমিরাতে বিপুল সম্পদ!
জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী:
- সর্বনিম্ন বয়স: ৫ বছর (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২১ বা এর আগে)
- সর্বোচ্চ বয়স: ৭ বছর (৩১ ডিসেম্বর পর্যন্ত)
২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই বয়সসীমা কঠোরভাবে অনুসরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



