সুপারস্টার নায়িকা ববি, মেকআপ আর্টিস্ট আদর!

বিনোদন ডেস্ক : সিনেমার সুপারস্টার নায়িকার চরিত্রে অভিনয় করলেন ববি হক। তার মেকাপ আর্টিস্টের চরিত্রে দেখা যাবে নায়ক আদর আজাদকে।

অনেকটা সিনেম্যাটিক গল্পে ববি ও আদরকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন অ্যান্থলজি ফিল্মটির নাম ‘খোয়াব’। পরিচালনা করছেন নির্মাতা আবুল খায়ের চাঁদ।

‘খোয়াব’-এ গল্পের হিরোর চরিত্রে আছেন সাঞ্জু জন। সুমন আনোয়ারকে দেখা যাবে একজন প্রযোজকের চরিত্রে। বুধবার (২৬ জুলাই) এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে। কয়েকদিন একটানা কাজ করে শেষ করা হবে শুটিং।

নির্মাতা বলেন, ‘খোয়াব’ তিনটি গল্প নিয়ে একটি অ্যান্থলজি ফিল্ম। মূল নাম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’ পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে। আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

ববি বলেন, নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে। তিনি বলেন, কিছু গল্পের ধারণা আগেই দিতে নেই, টুইস্ট নষ্ট হয়ে যায়। শুধু বলবো কাজটি রিলিজ হলে দর্শক দেখলে তাদের ভালো লাগবে।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এসে নানা পরিবর্তন হয়। সবসময় সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে। এতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি।

তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন পূর্বের সিনেমাগুলোতে ছিল না। কাজটি উপভোগ করছি।