বিনোদন ডেস্ক : বলিউডে বেশিরভাগ সিনেমাই নায়ক-নায়িকা নির্ভর। নায়ক-নায়িকার বাইরে কোনও বাণিজ্যিক ছবি সাধারণত দেখা যায় না। তবে আজ থেকে প্রায় ১৮ বছর আগে নায়ক-নায়িকার বাইরে এক পার্থিব বস্তুকেই নায়ক বানিয়ে সুপারহিট সিনেমা এনেছিল বলিউড। সেই সিনেমার নাম ছিল ‘টারজান দ্য ওয়ান্ডার কার’। ছবির নায়ক ছিল টারজান, সে কোনও মানুষ নয়, সে ছিল একটি গাড়ি।
২০০৪ সালে নতুন নায়ক এবং নায়িকাকে নিয়ে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবির হাত ধরেই বলিউডে প্রবেশ করেন হ্যান্ডসাম নায়ক বৎসল শেঠ এবং সুন্দরী অভিনেত্রী আয়েশা টাকিয়া। এই ছবিতে অতিথি হিসেবে ছিলেন অজয় দেবগণ। তবে সকলকে ছাপিয়ে গিয়েছিল ছবিতে ব্যবহৃত টারজান নামের সেই গাড়িটি। এত সুন্দর গাড়িটি নাকি ছিল ভূত!
ছবির পরিচালক আব্বাস-মস্তান অত্যন্ত যত্নের সঙ্গে টারজানকে নিয়ে ছবিটি বানিয়েছিলেন। ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ছিল উত্তেজনা তুঙ্গে। ছবির গল্প অনুসারে প্রয়াত বাবার (অজয় দেবগন) পুরনো গাড়ি মেরামত করে নতুন রূপ দিয়েছিলেন নায়ক বৎসল। পরে ওই গাড়িই তার মৃত মালিক অজয় দেবগনের খুনিদের একে একে হত্যা করে। সেই গাড়ি এখন কেমন অবস্থায় আছে জানেন?
ছবিতে দেখানো হয়েছিল গাড়িটি সাঁতার কাটতে পারে জলে, আকাশে উড়তে পারে, আকৃতি নিজের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে, এমনকি বিনা চালকে গাড়ি ছুটে যেতে পারে মাইলের পর মাইল। সেই খুনি গাড়ি এখন একেবারে ভগ্নদশায় উপনীত হয়েছে। অসাধারণ মডেলের এই গাড়ি দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। পরে গাড়িটিকে বাজারে আনার চেষ্টাও হয়েছিল। তবে তা ব্যর্থ হয়।
ছবি মুক্তির পর এই নতুন ধরনের মডেলের গাড়ি বাজারে আনার সিদ্ধান্ত হয়েছিল। ছবিটি প্রথমদিকে তেমন জনপ্রিয়তা পায়নি। তাই গাড়ির উৎপাদন আর শুরু করা যায়নি। ছবিটি পরে জনপ্রিয়তা পেলেও গাড়ির ভবিষ্যৎ চলে যায় বিশ বাঁও জলে। প্রখ্যাত অটোমোবাইল ডিজাইনার দিলীপ ছাবরিয়া গাড়িটির ডিজাইন করেন। বর্তমানে তিনি প্রতারণা মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
সবুজ শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে নাভি, নেট দুনিয়ায় ঝড় তুললো পল্লবী শর্মা
দিলীপ ছাবরিয়া ডিজাইন করা যেকোনও কিছুতেই ‘ডিসি’ লোগো লাগানো থাকে। গাড়ির ডিজাইনার কে কৃতিত্ব দেওয়ার জন্য ছবি নির্মাতারা অজয় দেবগনের চরিত্রের নাম দিয়েছিলেন দেবেন চৌধুরি, যাতে ‘ডিসি’ নামের আদ্যক্ষর ব্যবহার করা যায়। এখন সেই গাড়ি আর আশ্চর্য নেই, ২০১৭ সালে মুম্বাইয়ের একটি গ্যারাজে পরিত্যক্ত ও ভগ্নপ্রায় অবস্থায় পাওয়া যায় এই গাড়িটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।