জুমবাংলা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি)’ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত সামার সেশন ২০২৫-এর জন্য আয়োজিত ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।
বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় দেখা যায়, উত্তীর্ণ ৯ জনের মধ্যে ৫ নম্বরে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফলাফলের তালিকায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ার রিজওয়ান কবির এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি)-এর পরিচালক এস কে তৌফিক এম হকের স্বাক্ষর রয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন জুলাই মাসের গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ্য নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক। সেই সময়ে তিনি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন এবং অভ্যুত্থানের চূড়ান্ত কর্মসূচি একদিন এগিয়ে ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে আনার ঘোষণা ফেসবুকে পোস্ট করেন। এসব কারণে তিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত নেতায় পরিণত হন। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি অন্তর্ভুক্ত হন।
কুমিল্লার মুরাদনগর উপজেলার সন্তান আসিফ মাহমুদ ২০১৭–১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ক্যাম্পাসে নির্যাতনবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদের একটি অংশের উদ্যোগে গঠিত ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামের নতুন ছাত্র সংগঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। এ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। জুলাই অভ্যুত্থানের বেশিরভাগ নেতাই ছিলেন এই ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।