আন্তর্জাতিক ডেস্ক : অদ্ভুত মডেলের জন্য ভারতের উত্তরপ্রদেশের একটি পাবলিক টয়লেট নিয়ে সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কোনো কক্ষ বিভাজন ছাড়াই একটি ঘেরে দুটি টয়লেট আসন রয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের বাস্তি জেলার গৌরা ধুন্ধা গ্রামে এই পাবলিক টয়লেট কমপ্লেক্সটি নির্মাণে ১০ লাখ রুপি ব্যয় করেছে সরকার।
‘ইজ্জত ঘর’নামে ডাকা এই টয়লেটে পার্টিশন ছাড়াই দুটি কমোড রয়েছে। অন্যগুলোর মধ্যে একটি দরজাও নেই।
জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পঞ্চায়েত রাজ কর্মকর্তা নম্রতা শরণ এনডিটিভিকে বলেছেন, ‘কেন কোনো পার্টিশন ছাড়া দুটি কমোড বসানো হয়েছে এবং কেন কমপ্লেক্সে টয়লেটের ঘেরগুলিতে দরজা নেই সেই বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। কোন পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তাদেরকে ব্যাখ্যা করতে বলেছি।’
জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা নিরঞ্জন জানিয়েছেন, এই অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।