অদ্ভুত পোশাক পরে দিওয়ালি পার্টিতে হাজির মালাইকা

মালাইকা

বিনোদন ডেস্ক : মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারও নিজের পোশাকের সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে পুনরায় চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

মালাইকা

বলিউডের তারকাদের দিওয়ালির পার্টি যেন শেষই হতে চাইছে না। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই কোন না কোন তারকার দীপাবলী পালনের ভিডিও ভাইরাল হচ্ছে। সম্প্রতি নেটমহলে নেটনাগরিকদের একাংশের মাঝে মালাইকা আরোরা নিজের সাম্প্রতিক দিওয়ালি লুকের সূত্রে ধরেই রয়েছেন চর্চায়।

এদিন প্রেমিক অর্জুন কাপুরের সাথেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে দেখা দিয়েছেন অভিনেত্রী। তাদের পুনরায় ক্যামেরার সামনে একসাথে দেখে ভক্তরা খুশি হলেও, একাংশ অভিনেত্রীর পোশাক নিয়ে কথা বলতে এতোটুকুও পিছপা হননি।

উল্লেখ্য, সোনাম কাপুরের বাড়িতে দিওয়ালির বিশাল অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকাদের উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সেই তালিকায় নাম ছিল মালাইকা আরোরারও। অর্জুন কাপুর সম্পর্কে সোনাম কাপুরের দাদা হন। সেই সূত্রেই অর্জুন কাপুরের সাথে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই সবুজ আউটফিটে দেখো মিলেছে অভিনেত্রীর।

ডিপ নেকলাইন কাটিং ব্লাউজের সাথে ফ্রন্ট স্লিটেড স্কার্ট পরেছিলেন মালাইকা। পাশাপাশি নিজের লুক পূরণ করার জন্য পিঠে বেঁধেছিলেন একটি লম্বা ডিজাইনার হলুদ রঙের ওড়নাও। খোলা চুলে, সোনালী রঙের স্টিলেটো পরেছিলেন অভিনেত্রী। আপাতত নিজের এই লুকের জন্যই নেটমহলের একাংশের মাঝে তুমুল চর্চিত মালাইকা আরোরা। শুনতে হয়েছে একাধিক কটাক্ষজনক মন্তব্যও। তবে এই সমস্ত বিষয়ে একজন অভিনেত্রী হিসেবে অভ্যস্ত মালাইকা।

অনলাইনে দামি ল্যাপটপ অর্ডার দিয়ে যা মিলল

বলাই বাহুল্য, প্রায়ই এমন ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তিনি। বর্তমানে এই সমস্ত ঘটনা তার উপর বিশেষ প্রভাব ফেলে না, মিথ্যে কথা অবশ্য আলাদাভাবে না বললেও চলে। তবে নেটমহলে অভিনেত্রীর ভক্তদের অধিকাংশই আবারও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে, তার ঝলকও মিলেছে নেটদুনিয়াতেই।