ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। টেলিভিশনের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন। যদিও বড় পর্দায় এখনো পা রাখেননি। প্রায় এক যুগের ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন; কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারও পেয়েছেন।

তবে সাফা কবির তার একটি গোপন খবর প্রকাশ করলেন। একটি টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে এই অভিনেত্রী বলেন—“অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যাওয়ার আগে আমার জ্বর আসে।”
সাফা কবিরের এমন মন্তব্যে হতবাক সঞ্চালক। কিন্তু এমনটা কেন হয়? জবাবে সাফা কবির বলেন, “কতগুলো স্টার, কত মানুষের সঙ্গে দেখা হবে। আমার লিটারিলি জ্বর আসে। বিশ্বাস করো ভাইয়া। আমি খুবই নার্ভাস থাকি, খুবই চিন্তিত থাকি।”
অ্যাওয়ার্ড শোয়ের কয়েক মাস আগে থেকে সাধারণত তারকারা পোশাক প্রস্তুত করতে থাকেন। অনুষ্ঠানের দিন সকাল থেকে মেকআপ নিতে থাকেন। অথচ তোমার জ্বর আসে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, “আমি উচ্ছ্বসিত থাকি; পাশাপাশি আমার জ্বরও আসে। ছোটবেলা থেকেই অনেক মানুষ দেখলে আমি ভয় পেয়ে যেতাম।”
স্মৃতিচারণ করে সাফা কবির বলেন, “আমার এখনো মনে আছে, আমি যখন ইন্টারে কোচিং করতে যেতাম। কোচিং সেন্টার ফার্মগেটে ছিল। কোচিং সেন্টারের সামনে গাড়ি থেকে নামার পর আম্মুকে অনেক শক্ত করে ধরে রাখতাম। কারণ অনেক মানুষ দেখলে আমি ফ্রিক আউট (বিচলিত হওয়া) হই।”
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিণের সিনেমায় অভিষেক হয়েছে। গত মাসের শুরুতে প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশাও। সাফাও কি সিনেমা করবেন?
এ বিষয়ে সাফা কবির বলেন, “বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে, এই প্রশ্ন অনেক দিন ধরে শুনছি। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রী সিনেমা করছে। তবে তাদের কিছু মানুষ নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে। এ ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে। আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু এ ধরনের নেগেটিভ মন্তব্যের কারণে ভয় পেয়ে যাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



