বাজারে আসছে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক গাড়ি সিগাল

car

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ২০২৩ সালের এপ্রিলে চীনের অটোমোবাইল প্রতিষ্ঠান বিওয়াইডি(বিল্ড ইওর ড্রিমস) এই গাড়ি বাজারে আনে। গত বছরই চীনের ২,৮০,০০০ সিগাল গাড়ি বিক্রি হয়।

car

বিওয়াইডি বছরে প্রায় ৭ লাখ গাড়ি সরবরাহ করতে পারবে।

দুইটি মডেল চীনে ১০ ও ১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে। এই গাড়ির ফিচার এবং নির্ভরযোগ্যতা এর চেয়ে তিন গুণেরও বেশি দামে বিক্রি হওয়া মার্কিন গাড়ির চেয়েও বেশি। সূত্র: টাইমস অব ইসরায়েল, এপি

নীল তিমি সম্পর্কে বড় রহস্য উদঘাটন হলো যেভাবে

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে চীনা ইভিকে গুরুতর হুমকি হিসেবে দেখছে।