আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ওপর থেকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। জার্মানির ওয়েল্টকে দেওয়া এক সাক্ষাতকারে হিনা বলেন, তালিবান সরকারের অধীনে আফগানিস্তানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি অব্যাহত থাকলে আফগান অর্থনীতির মৌলিক কার্যকারিতা অবশ্যই বিপন্ন হবে। যা হওয়া উচিত নয়।
গত বছর তালিবান সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো দেশটিতে উন্নয়ন ও নিরাপত্তা সহায়তা হ্রাস করে। একই সঙ্গে এসব দেশের নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগে দেশটির ব্যাংকিং খাতকে দুর্বল করে দিয়েছে। সম্প্রতি ভয়াবহ এক ভূমিকম্পে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খাদ্যাভাব তো আছেই। হিনা বলেন, আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার এ নীতি দেশটিকে অর্থনৈতিক পতনের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, যদি দেশটি আন্তর্জাতিক ব্যাংকিং থেকে লকআউট থাকে এবং এর বৈদেশিক সম্পদ আটক থাকে তাহলে দেশটির আমদানি ও রফতানি নিদারুনভাবে মার খাচ্ছে। আমাদের দুর্ভিক্ষের মুখে দেশটিকে ঠেলে দিয়ে তা প্রচার করা উচিত নয়। আফগানিস্তান থেকে পশ্চিমা সেনা প্রত্যাহারে জার্মানিও জড়িত ছিল, তাই আফগানিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান হিনা।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে, আফগানিস্তানকে অনাহারে রাখা এবং দেশটিকে একটি অর্থনৈতিক বিস্ফোরণের ঝুঁকিতে রাখা ভাল ধারণা নয়। আফগান জনগণকে সাহায্য করার জন্য অর্থনৈতিক সহায়তা প্রয়োজন ছিল। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে যে আমরা যুদ্ধে ৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছি, কিন্তু আজ আফগানদের বেঁচে থাকার জন্য ১০ বিলিয়ন ডলারও নেই? আমি পশ্চিমাদের আচরণ বুঝতে পারি না। আফগান অর্থনীতির মৌলিক কার্যকারিতা বিপন্ন হওয়া উচিত নয়। আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেশটিকে অর্থনৈতিক পতনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।