আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২, আহত ৬৫

afganistan

জুমবাংলা ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৫ জন।

afganistan

স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি শুক্রবার (২০ ডিসেম্বর) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে কাবুল-কান্দাহার মহাসড়কে। ওই সময় একটি যাত্রীবাহী বাস এবং একটি তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে।

গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র হাফিজ ওমর বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।

অপর দুর্ঘটনাটিও ঘটে একই মহাসড়কে, তবে ভিন্ন স্থানে। জায়গাটি আফগান রাজধানী কাবুল ও দেশটির দক্ষিণাঞ্চলের মাঝখানে অবস্থিত।

হাফিজ ওমর জানান, আহতদের গজনির হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে এবং মৃতদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গুরুতর অবস্থায় থাকা রোগীদের কাবুলে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

এদিকে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল্লাহ খান নামের এক ব্যক্তি। তিনি বর্তমানে গজনির একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানান, এ দুর্ঘটনায় ঠিক কতজন মারা গেছেন বা আহত হয়েছেন তা তিনি জানেন না।

ধানমন্ডিতে হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত

আহত আবদুল্লাহ খান বলেন, ‘আমি নিজে বাস থেকে কোনোরকমে বের হয়ে আসি এবং কান্নার শব্দ শুনতে পাই। চারপাশটা কেবল রক্তাক্ত ছিল। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কেউ পায়ে চোট পেয়েছেন।’