ধর্ম অবমাননার অভিযোগে সঙ্গীসহ আফগান মডেল আটক

আফগান মডেল আজমল হাকিকি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে আটক করল তালেবান। আটক করা হয়েছে আর এক মডেল গোলাম সাখি-সহ আজমলের তিন সঙ্গীকেও।
আফগান মডেল আজমল হাকিকি
তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স’ বুধবার এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ধৃতদের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাদের আটক করা হয়েছে’।

তালেবান সূত্রের খবর, আজমল এবং সাখির বিরুদ্ধে কয়েকদিন আগে ইন্টারনেটে ‘হাস্যকরভাবে’ কোরান পাঠের অভিযোগ উঠেছিল। দুজনেই তার পরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন, পবিত্র কোরান বা ইসলাম অবমাননার কোনও অভিপ্রায় তাদের ছিল না।

যদি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তবে তারা ক্ষমাপ্রার্থী। এক আফগান সংবাদমাধ্যমের দাবি, সাখি মানসিক অবসাদের শিকার। প্রসঙ্গত, তালেবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

‘নূপুর শর্মাদের’ গ্রেপ্তারের দাবি জানালেন মমতা