ভারত ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠলো নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে ভারত। আর এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছেন অস্ট্রেলিয়ায় নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের একটি দল।

জুলাইয়ে আইসিসির বার্ষিক সভায় নারীদের বিশ্বকাপে নির্বাসিত আফগান খেলোয়াড়দের সফরের বিষয়টি ঠিক হয়। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, এই ম্যাচে দর্শক গ্যালারিতে আমন্ত্রণ জানানোর মাধ্যমে অস্ট্রেলিয়ায় নির্বাসিত আফগানিস্তানের নারী ক্রিকেটারদের প্রথমবার বিশ্ব মঞ্চে শামিল করার প্রক্রিয়া শুরু হচ্ছে।
আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে অবশ্য থাকবেন না এসব ক্রিকেটার। কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) স্বীকৃত নয় এই দল বা ক্রিকেটাররা। তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে সেখানের লিগ কাঠামোতে খেলছেন তারা।
তবে চলতি বছরের এপ্রিলে অবশ্য একটি ‘ডেডিকেটেড টাস্ক ফোর্স’ গঠন করে আইসিসি। যার মাধ্যমে কোচিং বা মেন্টরশিপ দিয়ে আফগান নারী ক্রিকেটারদের সামনে এগোনোর পথ সুগম করা হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ আইসিসি, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড দিচ্ছে।
গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভাতে প্রথম উঠে আসে, বিশ্বকাপের খেলা দেখতে নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার বিষোয়টি। ওই সময় পরিকল্পনা সাজানো হয়েছিল, বেঙ্গালুরুতে একটি ট্রেনিং ক্যাম্প করা হবে তাদের জন্য।
এখন বেঙ্গালুরুতে ওই ক্যাম্প হবে না। তবে স্থানীয় কোনো দলের সঙ্গে কিছু ম্যাচ খেলতে পারেন ওই ক্রিকেটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।