আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। বুধবার (১৫ অক্টোবর) সকালের এই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স (টুইটার)-এ পোস্ট করে বলেন, ‘আজ সকালে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়। এতে ১২ জনের বেশি বেসামরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।’
তালেবান দাবি করেছে, তারা পাকিস্তানের বহু সেনাকে হত্যা করেছে, কয়েকটি সামরিক পোস্ট ও ঘাঁটি দখল করেছে, অস্ত্র ও ট্যাংক জব্দ করেছে এবং অধিকাংশ স্থাপনা ধ্বংস করেছে।
অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা তালেবানকেই দোষারোপ করেছেন। চামান জেলার প্রশাসক হাবিব উল্লাহ বঙ্গুলজাই রয়টার্সকে বলেন, ‘তালেবান বাহিনী চামান সীমান্তের কাছে পাকিস্তানের একটি পোস্টে হামলা চালায়।’ তিনি জানান, সংঘর্ষটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এবং পাকিস্তানি সেনারা হামলা প্রতিহত করে। পাকিস্তানের পক্ষেও চারজন বেসামরিক আহত হয়েছেন।
দুই দেশের মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে প্রায়ই সংঘর্ষ ঘটে, তবে গত সপ্তাহের লড়াই ছিল ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর সবচেয়ে ভয়াবহ।
সাম্প্রতিক সংঘর্ষে সীমান্তের বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দিয়েছে দুই দেশ, ফলে বাণিজ্য কার্যত থমকে গেছে এবং শত শত পণ্যবাহী ট্রাক দুই পাশে আটকা পড়েছে। পাকিস্তানই আফগানিস্তানের প্রধান পণ্য ও খাদ্য সরবরাহকারী দেশ।
গত সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। চীন দুই দেশকে তাদের নাগরিক ও বিনিয়োগ সুরক্ষার আহ্বান জানিয়েছে, রাশিয়া সংযম প্রদর্শনের অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে এ সংঘাত মীমাংসায় সাহায্য করতে পারেন।
চলমান উত্তেজনার মধ্যেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরও কূটনৈতিক আলোচনায় এসেছে। সফরকালে ভারত ও আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত হয়। নয়াদিল্লি জানিয়েছে, তারা আবারও কাবুলে দূতাবাস খুলবে এবং তালেবান প্রশাসনও ভারত সফরে কূটনীতিক পাঠানোর ঘোষণা দিয়েছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।