জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল আফগানিস্তান। শেষ ম্যাচটি ছিল আফগানদের জন্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশন। আর স্বাগতিক জিম্বাবুয়ের জন্য ছিল মুখ রক্ষার। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছে আফগানিস্তানই।
আফগানিস্তান
হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জিতল দলটি। ধবল ধোলাইয়ের লজ্জা পেল জিম্বাবুয়ে।

আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জবাবে আফগানিস্তান জয়ের বন্দরে পৌঁছায় ৭৪ বল হাতে রেখে, ১৩৭/৬।

ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতে আফগানিস্তানও ছিল দুর্দশার মধ্যে। ৩৯ রানের মধ্যে হারায় ৩ উইকেট। দুই ওপেনার রহমানউল্লাহ ও ইব্রাহিম জাদরান ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। ১৭ রান করে ফেরেন রহমত শাহ।

দলীয় ৬০ রানের মাথায় বিদায় নেন নাজিবুল্লাহ জাদরান। ১৬ বলে ৯ রান করে তিনি বিদায় নেন চাতারার বলে। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন হাসমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবী। এই জুটি দলকে নিয়ে যান ১০৫ রান পর্যন্ত। ৭০ বলে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ।

দলীয় ১১৮ রানের মাথায় বিদায় নেন আজমতউল্লাহ (৯)। তবে জয়ের জন্য বাকি কাজটুকু সারেন নবী (৩৪) ও রশিদ (৬) অবিচ্ছিন্ন থেকে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বাজে অবস্থার মধ্যে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন সিকান্দার রাজা ও রেগিস চাকাভা।

যদিও বেশিদূর আগাতে পারেনি তারা। এই দুজনের বিদায়ের পর হুড়মুড়িয়ে পড়ে জিম্বাবুয়ের ইনিংস। সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন সিকান্দার। ২১ রান করেন রায়ান বার্ল। ওপেনার ইনোসেন্ট কাইয়া খেলেন ৪০ বলে ১৬ রানের ইনিংস।

টপ অর্ডারের মাধেভেরে (৫), অধিনায়ক ক্রেইগ আরভিন (০), ডিওন মায়ার্স (৩) ছিলেন ব্যর্থ। রেগিস চাকাভা করেন ১৫ রান। মিল্টন শুম্বা ১১, চাতারা করেন ১ রান। ৪৪.৫ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

বল হাতে আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন সর্বোচ্চ তিন উইকেট। মোহাম্মদ নবী ও ফজলহক ফারুকি দুটি করে নেন উইকেট। ফরিদ আহমেদ, মুজিব উর রহমান, আজমতউল্লাহ নেন একটি করে উইকেট।

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ