আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ২০০ মসজিদ তৈরি করে দিতে চেয়েছিল, তবে সেই প্রস্তাবে রাজি হননি দেশটির প্রেসিডেন্ট।তিনি বলেছেন, এই মুহূর্তে মসজিদ নয়, স্কুল ও হাসপাতালের মতো স্থাপনা তাদের বেশি প্রয়োজন।
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে বলেন, ‘আমরা সৌদি আরবকে অনুরোধ করবো আমাদের জনগণের জন্য আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে যেন বিনিয়োগ করে। যেমন স্কুল, হাসপাতাল কিংবা অন্যান্য অবকাঠামো যা কর্মসংস্থান বৃদ্ধি করবে।’
তিনি বলেন, ইতিমধ্যে বুরকিনা ফাসোতে অনেক মসজিদ রয়েছে। অনেক মসজিদে মানুষও হয়না। তাই এখন এমন স্থাপনা দরকার যা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে।
তার প্রশাসন বেশ কিছু সংস্কারে হাত দিয়েছে। পাবলিক কনস্ট্রাকশন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা ও সরবরাহ প্রেসিডেন্ট নিজে প্রত্যক্ষ করছেন। এছাড়া আবাসন সংকট নিয়েও কাজ করছেন তিনি। ২০২৪ সালের ১২ জুলাই এক হাজার সোশ্যাল হাউজিং ইউনিট গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।