যে কারণে মেয়েদের ঈদ বখশিশ দেন না আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি পাঁচ মেয়েকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। ওই অনুষ্ঠানে মেয়েদের দারুণ কিছু প্রশ্ন করেন উপস্থাপক। তাতে জানা যায়, আফ্রিদি তার মেয়েদের ঈদ বখশিশ দেন না। এ ব্যাপারে আফ্রিদির ছোট মেয়ে বলেন, ‘বাবা বলেন, ঈদ বখশিশ দেবেন, কিন্তু দেন … Continue reading যে কারণে মেয়েদের ঈদ বখশিশ দেন না আফ্রিদি