শ্বশুর আফ্রিদির ছিল গর্বের রেকর্ড, জামাই আফ্রিদির হলো লজ্জার

শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পাকিস্তানের পক্ষে সবচেয়ে কম রানে ৫ উইকেট পাওয়ার রেকর্ড শহীদ আফ্রিদির। রেকর্ডের দুইয়েও আছেন আফ্রিদি। গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষ পাঁচে শুধু ঢোকেননি, বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি।

শহীদ আফ্রিদি

সেই আফ্রিদি আজ গড়লেন লজ্জার রেকর্ড। বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে সবচেয়ে খরচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৯০ রান দিয়েছেন শাহিন। আজ শাহিন এত রান না দিলেও খরচে বোলিংয়ের রেকর্ডটা হতো। কারণ, হারিস রউফও ১০ ওভারে দিয়েছেন ৮৫ রান। মূল দুই পেসার যখন এভাবে অকাতরে রান দেন, তখন দলের তো খারাপ অবস্থা হবেই।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। সে অনুরোধ হাসিমখে মেনে নিয়ে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে চার শ পেরোল নিউজিল্যান্ড।

আজ আবার ওপেনিংয়ে নামতে হয়েছে রাচিন রবীন্দ্রকে। কারণ চোট কাটিয়ে কেইন উলিয়ামসন ফেরায় উইল ইয়াংকে বসে থাকতে হয়েছে। ডেভন কনওয়ে ও রবীন্দ্র শুরুটা দারুণ করেছেন। ৮ ওভারের মধ্যে পঞ্চাশ, পাওয়ার প্লেতে ৬৬ রান। ৬৮ রানে কনওয়ে (৩৫) আউট হওয়ায় তাই স্বস্তি পেয়েছিল পাকিস্তান।

সে স্বস্তি উবে গেছে একটু পর। শুরু থেকেই ইতিবাচক উইলিয়ামসন। মনেই হয়নি বিশ্বকাপে এর আগে শুধু বাংলাদেশের বিপক্ষেই নেমেছিলেন। মাত্র ২৩ ওভার ৩ বল লম্বা জুটি, তবে পাকিস্তানের বোলারদের নির্ঘাত মনে হয়েছে অনন্তকাল। কোনো ঝুঁকি না নিয়েই এই জুটি এই সময়ে তুলেছে ১৮০ রান। ৯৫ রানে প্রথম ভুল করেন উইলিয়ামসন। ইফতিখানকে মারতে গিয়ে ধরা পড়েন সীমানায়। ৭৯ বলের ইনিংসে ১০ চারের সঙ্গে দুই ছক্কা ছিল।

বঙ্গবন্ধু টানেলে একদিনে যত লাখ টাকা টোল আদায়

রবীন্দ্র অবশ্য প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে তিন সেঞ্চুরির রেকর্ড গড়ে তবে আউট হয়েছেন। ৬৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেছেন ‘ঘরের ছেলে’ রবীন্দ্র। ২৬১ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

পাকিস্তান তবু ম্যাচে ফিরতে পারেনি। নিউজিল্যান্ডের আর কেউ ফিফটি পাননি, কিন্তু চল্লিশের নিচে ছোট ছোট সব ইনিংসেই চার শ পেরিয়ে যায় কিউইরা। ৬০ রানে ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। আর বাকি সব বোলারই ওভারপ্রতি ৬-এর বেশি রান দিয়েছেন।