সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : যেকোন আন্দোলন সংগ্রামে ছাত্রদলের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, যেকোন যড়যন্ত্র মোকাবেলায় ছাত্রদলকে প্রস্তুত থাকতে হবে। সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে অতীতের মতো আগামীতেও ছাত্রদলের ভূমিকা দেখতে চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পৃতিবার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মানিকগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে মানিকগঞ্জ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন আফরোজা খান রিতা ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাড. আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএস জিন্নাহ খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সার্বিক উন্নয়ন, মানুষের
সুখ-শান্তি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। আগামীতে স্বপ্নের, গণতান্ত্রিক, মানবিক, উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আলোচনাসভা শেষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতনের শিকার সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।