এক ক্রিকেটারের জীবনের গল্পে আফসানা মিমির ওয়েব ফিল্ম

বিনোদন ডেস্ক : ওয়েব দুনিয়ায় সরব নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। গত বছরের শুরুর দিকে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। ছয় পর্বের এ ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। সাম্প্রতিক সময়ে ওটিটিতে ‘নিখোঁজ’ ও ‘মহানগর ২’-এ অভিনয় করে আলো ছড়িয়েছেন তিনি। এবার অভিনয় নয়, নির্মাণ করছেন একটি ওয়েব ফিল্ম।

নাম চূড়ান্ত না হওয়া এ ওয়েব ফিল্মের দৃশ্য ধারণ হয়েছে ঢাকার বিভিন্ন এলাকা ও বাগেরহাট জেলায়। আরও কয়েক দিনের শুটিং বাকী রয়েছে। ১০০ মিনিটের এ ফিল্মে অতিথি চরিত্রে আছেন সৌম্য-জ্যোতি। এ ছাড়া রয়েছেন আরও কয়েকজন অভিনয়শিল্পী।

চলতি বছরের শেষ দিকে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। যদিও এ বিষয়ে কিছু জানাতে নারাজ ওয়েব ফিল্মসংশ্লিষ্ট কেউই। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। জাতীয় দলের এক ক্রিকেটারের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে মিমি এটি নির্মাণ করেছেন বলে জানা গেছে।

ওটিটিতে অভিনয় ও পরিচালনার পাশাপাশি বেশ বিরতির পর এবার মঞ্চে ফিরছেন এই অভিনেত্রী। নিজের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় ‘দর্পণ’ নাটকে দেখা যাবে তাঁকে। নাটকটির নির্দেশক নায়লা আজাদ নুপুর। নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে হয়েছে, যা বাংলা রূপান্তর করেছিলেন আলী যাকের। তিনি নির্দেশনাও দিয়েছিলেন। ওই সময়টায় মিমি ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি অভিনয় করবেন হ্যামলেটের মায়ের চরিত্রে। এ নাটকের মাধ্যমে দুই দশক পর ৩৩ বছরের আগের নাটকে ফিরবেন তিনি। এরই মধ্যে নাটকের মহড়ায় অংশ নিয়েছেন মিমি। শিগগিরই হবে এর মঞ্চায়ন।

নাগরিক নাট্য সম্প্রদায়ে ফেরা প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘দর্পন’ দিয়ে প্রথম মঞ্চে এসেছি। ৩৩ বছর আগের সেই নাটকে ফেরা সত্যিই আনন্দের। পুরোনো সহকর্মীদের সঙ্গে দেখা হবে। ভাবতেই ভালো লাগছে।