পাঁচ দশক পর আবারও চাঁদে হাঁটার মহড়া

nasa

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদে মানুষ পাঠাতে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কিন্তু খানাখন্দে ভরা চাঁদের বুকে হেঁটে বেড়ানো মোটেই সহজ কাজ নয়, তার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা। সেই মতো পৃথিবীর বুকেই চাঁদে হাঁটার অনুশীলনে নামলেন নাসার দুই মহাকাশচারী। আমেরিকার অ্যারিজোনায় ‘মুনওয়াক’ অনুশীলনে নেমেছেন তারা।

nasa

১৯৭২ সালে শেষ বার অ্যাপোলো অভিযানের আওতায় চাঁদের মানুষ পাঠিয়েছিল নাসা। আর্টেমিস ৩ অভিযানের আওতায় আবারও চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। এর আওতায় ২০২৬ সালে চাঁদের বুকে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের, যার জন্য মহাকাশচারী কেট রুবিন্স এবং আন্দ্রে ডগলাস অনুশীলন শুরু করলেন।

লিক হল Vivo X Fold 3 Pro ফোনের বিস্তারিত, জেনে নিন লঞ্চ কবে হবে

অ্যারিজোনার ফ্ল্যাগস্টাফ মালভূমি অঞ্চলে ‘মুনওয়াক’-এর এক সপ্তাহব্যাপী অনুশীলন শুরু হয়েছে। কলোরাডো মালভূমির দক্ষিণ সীমানা জুড়ে অবস্থিত ফ্ল্যাগস্টাফ মালভূমি অঞ্চল। সেখানে প্রায় ৬০০টি আগ্নেয়গিরি রয়েছে, একসময় যা থেকে নিয়মিত অগ্ন্যুৎপাত ঘটত। আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা জমেই ওই মালভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে, যার সঙ্গে চাঁদের মাটির মিল রয়েছে। তাই ‘মুনওয়াক’ অনুশীলনের জন্য ওই ক্ষেত্রকেই বেছে নেওয়া হয়েছে।