জুমবাংলা ডেস্ক : এবার বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আপ্যায়ন করালো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান তিনি।
জানা গেছে, ব্যক্তিগত কাজে মঙ্গলবার দুপুরে ডিবি অফিসে গিয়েছিলেন নিতাই রায় চৌধুরী। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন। ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন। পরে দুজনে একসঙ্গে দুপুরের খাবার খান।
খাবার মেন্যুতে ফলের পাশাপাশি মাছ, মাংস ও ভাতের ব্যবস্থা ছিল। ডিবিপ্রধান নিজে হাতে খাবার তুলে দিয়ে বিএনপি নেতাকে আপ্যায়ন করেন।
এর আগে ২৯ জুলাই বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকায় পুলিশের হামলার পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবিতে এনে বিভিন্ন রকমের খাবার দিয়ে আথিতেয়তা করা হয়। নিতাই রায় চৌধুরী সম্পর্কে গয়েশ্বর চন্দ্র রায়ের বিয়াই। নিতাই রায়ের মেয়ে ও গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীও দলটির নির্বাহী কমিটির সদস্য।
এর আগে, ২৮ আগস্ট ডিবিপ্রধান হারুন অর রশীদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন তিনি জানিয়েছিলেন, ডিবি শুধু ভাতই খাওয়ায় না, অস্ত্রও উদ্ধার করে। তিনি আরও বলেন, অনেকেই মনে করতে পারেন ডিবি ভাতের হোটেল। ডিবি তাতে ডিমোরালাইজ হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।