বিয়ে করে গ্রামে ‘একঘরে’ হন অভিনেতা খরাজ

খরাজ

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ১৯৯৩ সালে বিয়ে করেছিলেন তিনি। বীরভূমের গোড়া ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিলেন খরাজ। বাড়িতে কখনও অব্রাহ্মণ বউ আসেনি। প্রেম করেও কেউ বিয়ে করেননি।

খরাজ

সেই অসাধ্য সাধনটাই করেছিলেন তিনি। পরিবারে বাবা-জেঠারা পৌরহিত্য করতেন সকলে। সেই পরিবারের ছেলে হয়ে কলকাতার অব্রাহ্মণ মেয়ে প্রতিভা রায় স্বর্ণকারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন খরাজ। পরিবারের সকলের অমতে বিয়ে করেন তাকে। এরপর যা ঘটেছে, তাই শেয়ার করেছেন টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে।

অব্রাহ্মণ মেয়েকে বিয়ে করার বিষয়টা কিছুতেই মানেননি খরাজের গ্রামের ব্রাহ্মণেরা। আর্তনাদ করে ওঠেন অভিনেতার বাবা। বলেন, ‘আর কোনও মেয়ে পাওনি তুমি বিয়ের জন্য?’ পুত্রবধূকে মেনেও নেননি খরাজের বাবা। কিন্তু মৃত্যুশয্য়ায় সেই অব্রাহ্মণ মেয়েটির হাতেই নাকি শেষ জলটুকু খেয়েছিলেন তিনি।

খরাজ বলেন, ‘গোটা গ্রাম এবং বাবার অমতে আমি প্রতিভাবে বিয়ে করেছিলাম। গ্রামে ঢুকতেই পারিনি ওকে বিয়ে করার পর। সেই বিয়েতে অনুপস্থিত ছিলেন আমার বাবা। ভেবেছিলাম বাবা আমার মুখটাই আর দেখবেন না। কিন্তু তারপর সবকিছু কেমন যেন পাল্টে গেল। আমার এই বাবাকে মৃত্যুশয্য়ায় শেষ জল খাইয়েছিলেন আমার অব্রাহ্মণ স্ত্রী।’

খরাজের স্ত্রীকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পিছনে অনুঘটকের কাজ করেছিলেন তার বড়দা। খরাজ বলেছিলেন, ‘আমার বড়দাও পৌরহিত্য় করতেন। অনেক শাস্ত্র জানতেন তিনি। প্রতিভাকে তিনি প্রথমে মহাদেবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী, কোনও মেয়ের যদি মহাদেবের সঙ্গে বিয়ে হয়, তাহলে তিনি গোত্রহীন হয়ে যান। আমার স্ত্রীর বেলাতেও তাই হয়েছিল। মহাদেবের সঙ্গে বিয়ে হওয়ার কারণে ও গোত্রহীন হয়। তখন আর ওকে বিয়ে করতে আমার বাধা ছিল না।’

প্রতিভাকে বিয়ে করে প্রথমেই নিজের বাড়িতে তুলতে পারেননি খরাজ। বেহালায় তার মামার বাড়ির পাশেই এক ভাড়াবাড়িতে উঠেছিলেন। সেখানেই শুরু করেন সংসার। কিন্তু স্ত্রী নাছোড়বান্দা!বলে বসেন, শ্বশুরবাড়ির বড়দের আশীর্বাদ ছাড়া সংসার শুরু করতে পারবেন না। খরাজ তাকে সাবধান করেন, ‘না, বাড়ি যেও না। বাবা তোমাকে দূর-দূর করবেন। আমার সেটা দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখতে ভালো লাগবে না।’

বলিউডের ‘বস লেডি’! বিশ্বের প্রভাবশালীদের তালিকায় আলিয়া ভাট

তেমনটা আর হলো না। পরে খরাজ ও তার স্ত্রীকে মেনে নেন অভিনেতার বাবা। বাড়িতে গিয়ে ঢুকেই সকলের মন জয় করে নেন অভিনেতার স্ত্রী। এমনকি শ্বশুরের মৃত্যুর সময়েও তার পাশে ছিলেন প্রতিভা।