আন্তর্জাতিক ডেস্ক : মধ্যরাত (লেট-নাইট) পর্যন্ত কাজ করার পরদিন দিনের বেলায় অফিসে খানিকটা ঘুমিয়ে পড়ার কারণে চাকরিচ্যুত করা হয় এক ব্যক্তিকে। চীনের শেনজেন শহরের একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে গত দুই দশক কাজ করতেন ওই কর্মী। এই সামান্য ভুলের জেরে কোম্পানি তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
তবে ওই ব্যক্তি শ্রমবিষয়ক আদালতে মামলা করেন এবং দাবি করেন, লেট নাইট করার পর দিন তিনি কর্মস্থলে ভীষণ ক্লান্ত বোধ করেন। এসময় তিনি প্রায় এক ঘণ্টা টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এই ভুলে তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আদালত তার পক্ষে রায় দেয় এবং ক্ষতিপূরণ হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেয়। খবর এনডিটিভির।
দেশটির শ্রম আইন অনুযায়ী, কর্মস্থলে কর্মীদের যথাযথ আচরণ এবং তাদের অধিকারের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। আদালতের রায়ে প্রমাণিত হয়, কোম্পানির সিদ্ধান্ত অযৌক্তিক ছিল। তাই তাকে সাড়ে তিন লাখ ইউয়ান (চীনের মুদ্রা) ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় ৫২ লাখ টাকার বেশি। এমন রায় চীনের শ্রমিক অধিকার এবং কর্মস্থলে শোষণের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।