বিনোদন ডেস্ক : রাজশাহীর স্থানীয় একদল তরুণ মিলে নির্মাণ করেছিলেন ‘শাটিকাপ’ নামের একটি সিরিজ। নির্মাণ করেছিলেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। বছর দুয়েক আগে সিরিজটি প্রচারের পর দেশব্যাপী তুমুল সাড়া ফেলে! সেই তারণ্য নির্ভর টিম এবার মন জয় করলো দেশের সব মানুষের! তবে সেটি সিনেমা-সিরিজ দিয়ে নয়, বাস্তবের একটি ঘটনায়!
জানা গেছে, শনিবার মধ্যরাতে রাজশাহীর এক মহল্লার গলিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন ‘শাটিকাপ’ এর অভিনেতা ও কলাকুশলীরা। আকাশ বিন ওসামা ব্যাগটিতে লাথি মারেন। ভেবেছিলেন খালি ব্যাগ, লাথি মেরে বুঝতে পারেন ব্যাগে ভারী কিছু আছে। খুলে দেখেন টাকার বান্ডিল ও একটি রহস্যজনক কাপ। গুনে দেখেন ১৭ লাখ ৯২ হাজার টাকা!
ব্যাগ ভর্তি টাকা পেয়ে কী করবেন, বুঝতে না পেরে দুজনেই ফোন দেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামকে। তিনিই বুঝিয়ে দেন কী করতে হবে। পরে তারা সিদ্ধান্ত নেন, টাকাগুলো সরকারি কোষাগারে পৌঁছে দেবেন। তবে জমা দেয়ার আগ পর্যন্ত টাকাগুলো নিরাপদে রাখতে পরামর্শ দেন তাওকীর।
১৮টি এক হাজার টাকার বান্ডিলে থাকা প্রায় ১৮ লাখ টাকা তারা প্রথমে পরিকল্পনা করেন জেলা প্রশাসকের অফিসে জমা দেবেন। পরে তারা সিদ্ধান্ত নেন থানায় যাওয়ার। রবিবার দুপুরের মধ্যে কুড়িয়ে পাওয়া টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন এই তরুণ সিনেমাকর্মীরা।
রবিবার বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা পাচ্ছেন ‘শাটিকাপ’ এর এই তরুণরা। তাদের সততায় মুগ্ধ হয়ে নেটিজেনরা বলছেন, এমন তারুণ্যের কাছেই নিরাপদ বাংলাদেশ।
শুধু শাটিকাপ নয়, টাকা কুড়িয়ে পাওয়া এই তরুণরা তাওকীরের পরবর্তী ওয়েব সিরিজ ‘সিনপাট’ এর সাথেও যুক্ত। দুটি সিরিজই ওটিটি প্লাটফর্ম চরকিতে বেশ সুনাম কুড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।