আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফল দেখতে গিয়ে ঘটে বিপত্তি। নিজের রেজাল্ট দেখে জ্ঞান হারায় এক শিক্ষার্থী।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি পালামপুর থানা এলাকায়। ফল ঘোষণা হওয়ার পর ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফল দেখে অজ্ঞান হয়ে যায় দশম শ্রেণির এক ছাত্র। খবরটা শুনে হয়তো অনেকে ভাবছেন পরীক্ষার ফল খারাপ হওয়ায় জ্ঞান হারিয়েছে ছাত্রটি। কিন্তু ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯৩.৫ শতাংশ। এরপরও জ্ঞান হারানোর বিষয়টি তাই স্পষ্ট নয়।
১৬ বছরের ওই ছাত্রের নাম আনশুল। গত ২০ এপ্রিল বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়। ল্যাপটপে নিজের ফলাফল দেখে হঠাৎ জ্ঞান হারান দশম শ্রেণির এই শিক্ষার্থী। বেশ কিছুক্ষণ পরও জ্ঞান না ফেরায় তাকে বাড়ির কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আনশুলকে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। আপাতত আনশুলের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
প্রসঙ্গত, এই বছর ইউপি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৮৯.৫৫ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। আর দ্বাদশ শেণির পরীক্ষায় ৮২.৬০ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে পোস্ট করে সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।