স্পোর্টস ডেস্ক : শরিফুলের করা দ্বিতীয় ওভারের প্রথম বল। লেন্থ ডেলিভারি বেরিয়ে যাচ্ছিলো অফ দিয়ে। খোঁচা দিয়ে বসেন ফিন অ্যালেন। শূন্য রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। অ্যালেনের ধাক্কা সামলে ওঠার আগেই শরিফুলের দ্বিতীয় বলে ফেরেন গ্লেন ফিলিপস। বল পায়ে লাগলেও সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে আসে বাংলাদেশের পক্ষেই।
শুরুতেই শেইফার্টকে ফেরালেন মেহেদী
প্রথম ওভারেই শেখ মেহেদীকে আক্রমণে আনলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আক্রমণে এসে প্রথম তিন বলেই দুই কিউই ব্যাটারের পরীক্ষা নিলেন এই স্পিনার। চতুর্থ বলেই ধরা খেলেন টিম শেইফার্ট। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন শেইফার্ট। অফ স্টাম্পের বাইরে থেকে একটু টার্ন করে ভেতরে ঢুকছিল বলটি, একটু নিচুও হয়েছিল। শেইফার্ট নাগাল পাননি সেটির।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন
নিউ জিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।