প্রেম-বিচ্ছেদের পর এবার বিয়ের গুঞ্জন অভিনেত্রী সায়ন্তনীর

অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরে নানা গুঞ্জন ভারতের টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাকে ঘিরে। কখনো তার প্রেম নিয়ে চর্চা, আবার কখনো বিচ্ছেদ। দিন কয়েক আগেও শোনা গিয়েছিল, জীতু কমলের সঙ্গে নাকি সম্পর্ক তার! যদিও বারবার সেই গুঞ্জন নস্যাৎ করেছেন তারা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন খবর, আর প্রেম নয়! এবার নাকি সোজা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা

তবে আনন্দবাজার অনলাইনের কাছে বিষয়টি অস্বীকার করেননি অভিনেত্রী। বরং সায় দিয়েছেন। তার পর ফাঁস করেছেন আসল ঘটনা। বলেছেন, ‘সবটাই হচ্ছে পর্দায়। রাজর্ষি দে-র আগামী ছবিতে। ‘এ বার দার্জিলিং’ ছবিতে অভিনয় করছি। বিবাহিত নারীর চরিত্র। সেখান থেকেই এই খবর ছড়িয়েছে।’ সিনেমায় সায়ন্তনী এক নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ। ফলে, চেহারায় অনেকটাই বদল আনতে হয়েছে তাকে।

অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা

পরিচালকের ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই জায়গা থেকেই এই ছবি তৈরির ভাবনা। সেই সময় রাজর্ষি জানিয়েছিলেন, দর্শকের চাহিদাতেই তিনি সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন, এর আগে পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

সোনাক্ষী-জাহিরের বিয়ে, বাবার মন্তব্য কী? জানা গেল সত্য

অভিনেত্রীর বিপরীতে নায়ক কে? পর্দায় কার গলায় মালা দেবেন তিনি? প্রশ্ন শুনে হেসে ফেলে জানিয়েছেন, এখনো অভিনেতার নাম নির্দিষ্ট করা হয়নি। যদিও টালিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে দুই অভিনেতার নাম। তাদের মধ্যে অন্যতম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল রাজর্ষির আগের ছবিতেও ছিলেন। রাজর্ষির ফ্র্যাঞ্চাইজ়িতে সুযোগ পেয়ে খুশি অভিনেত্রী।