সিইসির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

পিটার

জুমবাংলা ডেস্ক : সুষ্ঠু ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর সংলাপের বিকল্প নেই বলে সিইসিকে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবর মাসে নির্বাচনী পর্যালোচনায় টিম পাঠাবে যুক্তরাষ্ট্র।

পিটার

মঙ্গলবার (১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এর আগে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে যান তিনি। সেখানে বেলা ১১টার দিকে দুজনের বৈঠক শুরু হয়। সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় খোঁজখবর নেয়াসহ কী করে একটি অংশগ্রহণমুলক ভোট করা যায়, সেসব বিষয়ে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা সরকার খর্ব করেছে কিনা প্রসঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পিটার হাস বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচনি টিম আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

কেন মাত্র দু’টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হলো, বাকি দশটি দল কেনো নিবন্ধন পেলো না?, এ বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়াও সুষ্ঠু ভোট করতে ইসির সক্ষমতা এবং প্রতিবন্ধকতাসহ চলমান রাজনৈতিক সংকটের সমাধান নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পিটার হাস।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকটটা বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

সিইসি বলেন, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় নিয়ে প্রকটভাবে সংকট রয়েছে, সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে। সংলাপ নিয়ে ইসির উদ্যোগ না থাকলেও নিজেদের মধ্যে সংলাপ ও একসঙ্গে বসার আহ্বান জানান সিইসি।

বড় জয়ে কোয়ার্টার ফাইনালে রোনালদোর ক্লাব

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত ছিলেন।