টেস্ট-ওয়ানডের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি জয়

নিউজিল্যান্ড বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেপিয়ারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এর আগে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও কিউইদের মাটিতে কিউইদের বিপক্ষে এবারই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতল টাইগাররা।

নিউজিল্যান্ড বাংলাদেশ

নেপিয়ারে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতে শান্তকে দারুণ শুরু এনে দেন শরিফুল-মেহেদীরা। দলীয় ১ রানে ৩টি উইকেট হারায় নিউজিল্যান্ড। সাজঘরে ফেরেন টিম সেইফার্ট, ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপস। বিপর্যয় সামাল দিতে ড্যারিল মিচেলের সাথে হাল ধরেন মার্ক চ্যাপম্যান। তবে কেউই টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে পারেননি। মিচেল ১৫ বলে ১৪ ও চ্যাপম্যান ১৯ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন।

বাংলাদেশের দারুণ শুরুর পর বাঁধা হয়ে দাঁড়ান জিমি নিশাম। ২৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলার পথে হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা। তার ব্যাটে ভর করে সম্মানজনক পুঁজি পায় কিউইরা। এছাড়া অধিনায়ক মিচেল স্যান্টনার ২২ বলে ২৩ রান করেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম মিলনে। 

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম একাই শিকার করেন তিনটি উইকেট। মাত্র ১৪ রান খরচ করে শেখ মেহেদী হাসান উইকেট পান দুটি। মুস্তাফিজুর রহমানও ছিলেন দুর্দান্ত, তিনি জোড়া উইকেট শিকার করেন ১৫ রানের খরচায়। এছাড়া রিশাদ হোসেন ও অভিষিক্ত তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।

আমাকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম : লারা লোটাস

জয়ের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাসের ৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৬ বলের মোকাবেলায় ২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ১৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন শেখ মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে সৌম্য সরকার ১৫ বলে ২২, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪ বলে ১৯ ও তাওহীদ হৃদয় ১৮ বলে ১৯ রান করেন।