‘পেয়ারার সুবাস’ প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে

পেয়ারার সুবাস

বিনোদন ডেস্ক : ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শো দেখতে এসে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই সিনেমারই গুণী অভিনেতা আহমেদ রুবেল। পরে ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহের পর আহমেদ রুবেলকে উৎসর্গ করা সেই সিনেমাটি এবার আসছে ওটিটিতে!

পেয়ারার সুবাস

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি জানান, চলতি মাসেই চরকিতে নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ স্ট্রিমিং হবে।

রনি বলেন, আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত সর্বশেষ সিনেমা ‘পেয়ারার সুবাস’ প্রেক্ষাগৃহের পর এখন মুক্তি পাচ্ছে চরকিতে। শিল্পী বাঁচে তার কাজ দিয়েই। আহমেদ রুবেলও তার কাজ ও শিল্প দিয়েই বেঁচে থাকবেন আমাদের মাঝে।

‘পেয়ারার সুবাস’ আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চরকিতে দেখা যাবে। ৯২ মিনিটের এই সিনেমাতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই।

প্রিয়াঙ্কার গলার এই নেকলেসের সঠিক দাম জানেন? জানলে আকাশ থেকে পড়বেন

গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।