বিনোদন ডেস্ক : ‘তুফান’-এর মাধ্যমে নতুন করে জেগে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। গেল দুই সপ্তাহ ধরে সারাদেশের দর্শকরা দল বেধে হলে যাচ্ছেন, মাল্টিপ্লেক্সগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে না।
এদিকে, এখনও বছরের ছ’মাস বাকি। প্রশ্ন উঠেছে, আগামী ছ’মাস কি দেশের সিনেমা হলে চলমান উন্মাদনা অব্যাহত থাকবে? কোন কোন ছবি রয়েছে যা দর্শকদের সিনেমা হলে টেনে আনতে পারবে? সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আগামী ছ’মাসে মুক্তির তালিকায় রয়েছে বেশ কিছু ছবি। যা দিয়ে ঈদ ছাড়াও নতুন করে আলোচনা তৈরি করতে পারে।
মুক্তির তালিকায় রয়েছে ‘দরদ’, ‘নূর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার’, ‘জংলি’। নির্মাণের সময় থেকে এ ছবিগুলোতে দর্শকরা আগ্রহী। তাদের প্রত্যাশা, একে একে মুক্তি পেলে এগুলোর মধ্যে একাধিক ছবি সিনেমা হলে উন্মাদনা তৈরি করতে পারে!
‘দরদ’ শাকিব খানের ছবি। অনন্য মামুন পরিচালিত এ ছবির টিজার প্রকাশিত হয়েছে। দর্শকরাও বেশ পছন্দ করেছেন।
যেখানে রোমান্টিক ও সাইকো ধাঁচের চরিত্রে দেখা গেছে শাকিবকে। তার নানা-মাত্রিক চরিত্রের লুক আর সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক। এ ছবির মাধ্যমে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
‘দরদ’ টিজারে প্রতিটি দৃশ্যের সঙ্গে শাকিবের লুক নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে। এটি আগামী সেপ্টেম্বর মুক্তির সম্ভাবনা রয়েছে। ইন্দো-বাংলা জয়েন্ট ভেঞ্চারে নির্মিত ‘দরদ’ মুক্তি পাবে প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে।
টিজার প্রকাশের পর বেশ আগ্রহ দেখা গেছে দর্শকদের মধ্যে। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন ও সাফা মারিয়াসহ অনেকেই।
‘মুজিব’-খ্যাত নায়ক আরিফিন শুভ অভিনীত ‘নূর’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। ‘নূর’ পরিচালনা করেছেন সময়ের নামী নির্মাতা রায়হান রাফী। শুভর বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
‘নূর’ ছবির সবকিছুই শেষ হয়েছে। অপেক্ষা শুধুই মুক্তির। কদিন আগে ‘নূর’ মুক্তির আভাস পাওয়া গেছে। ‘তুফান’ ছবির প্রিমিয়ারে এর টিশার্ট পরে এসেছিলেন শুভ। বোঝা যাচ্ছে, এরইমধ্যে শুভ তার ‘নূর’ ছবির প্রচারণা শুরু করে দিয়েছেন।
সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি ঈদুল আযহায় মুক্তির কথা থাকলেও সরে যায়। তবে এ বছর যে মুক্তি পাবে সেটা মোটামুটি নিশ্চিত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘এশা’ ছবির নাম ভূমিকায় আছেন পূজা এগনেজ। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ ও সুষমা সরকারসহ অনেকেই।
গেল ঈদে মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। সিয়াম আহমেদ, বুবলি ও দীঘি অভিনীত এ ছবির পোস্টার প্রকাশ করে মুক্তির আগাম বার্তা দিয়েছিল প্রযোজনা সংস্থা। কিন্তু ঈদের কদিন আগে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আয়। সংশ্লিষ্টরা জানান, শুটিং শেষ করে এ বছরের শেষেই ‘জংলি’ মুক্তি দেয়া হবে। সেভাবে আগাচ্ছেন সিয়াম-বুবলী-দীঘিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।