বিশ্বকাপের পর বিপিএলও খেলা হচ্ছে না ইবাদতের

ইবাদত

স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোটে প্রথমে এশিয়া কাপ পরে বিশ্বকাপ থেকেও ছিটকে পড়েন ইবাদত হোসেন। এখন পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন এই পেসার। তবে ইবাদতের যে সহসা মাঠে ফেরা হচ্ছে না তা বোঝা গেল আজ বিপিএলের প্লেয়ার ড্রাফটে।

ইবাদত

বিপিএলের ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন ইবাদত।

তবে ড্রাফট শুরুর আগে ড্রাফট কমিশনার ও বিসিবির পরিচালক মাহবুব আনাম জানান, চোটের কারণে বিপিএল খেলা কঠিন ইবাদতের জন্য। জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল শুরু হওয়ার কথা। তখনো এই পেসারের পুর্নবাসন প্রক্রিয়া চলবে। শেষ মুহূর্তে তাই ড্রাফট থেকে ইবাদতের নাম সরিয়ে নেওয়া হয়।

হাঁটুর ব্যথা সেরে না ওঠায় এশিয়া কাপের আগে ইবাদতকে ইংল্যান্ড পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছিল, অস্ত্রোপচার না লাগলে মাঠে ফিরতে বেশি সময় লাগবে না ইবাদতের। কিন্তু ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয় তাঁকে। তাতে ইবাদতের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়।

ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারের পুনর্বাসনের জন্য কমপক্ষে ৬-৭ মাস সময় লাগতে পারে। ইবাদতের চোটের শুরু গত জুলাইতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। বোলিং করার সময় পড়ে যান ইবাদত। এরপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে জানা যায় তার হাঁটুতে ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরি।