বিনোদন ডেস্ক : হাসপাতাল থেকে গতকাল বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এ তথ্য জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, ‘আফজাল ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। এ কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরছেন তিনি। ’
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ৪ সেপ্টেম্বর রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে [সিসিইউ] চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তাঁর অসুস্থতায় এ শুটিং বাতিল হয়েছে। টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি।
সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ তাঁর। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।