আন্তর্জাতিক ডেস্ক : ‘মরদেহ’ নিয়ে যাওয়া হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য। হঠাৎ জেগে উঠলেন মৃত নারী। সম্প্রতি থাইল্যান্ডের উদন থানি প্রদেশে এমন ঘটনা ঘটেছে। ক্যানসারে আক্রান্ত ৪৯ বছর বয়সী চাতাপর্ন স্রিপহোনলাকে ২৯ জুন মৃত ঘোষণা করা হয়েছিল।
এরপর তাকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন।
চাতাপর্নের মা জানান, তার মেয়েকে হাসপাতালে রেখে ক্যানসারের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা বলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ অবস্থায় তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি চেয়েছিলেন, জীবনের শেষ দিনগুলো তার মেয়ে স্বজনদের সঙ্গে কাটাক।
তবে বাড়ি ফেরার পথে চাতাপর্ন ‘মারা’ যান। এ খবরে পরিবারের সদস্যদের হৃদয় ভেঙে যায়। তবে এরপরও তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিতে হয়। এ সংক্রান্ত সব আয়োজন সম্পন্ন করেন তারা। অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশে ‘মরদেহ’ নিয়ে যাত্রা শুরু করেন তারা।
নিতা আম্বানির এই ফোনের মূল্য দিয়ে একটি রাজপ্রাসাদ বানানো যাবে
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চাতাপর্ন জেগে ওঠার পর দ্রুত তাকে নিয়ে হাসপাতালে ছোটেন স্বজনেরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।